The news is by your side.

দক্ষিণ এশিয়ার বৃহত্তম  ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0 107

 

রাজধানী ঢাকার আফতাবনগরসংলগ্ন দাশেরকান্দিতে এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধনাগার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ওয়াসার ‘দাসেরকান্দি পয়ঃশোধনাগার’ প্রকল্প উদ্বোধন করা হয়।

দেশে এটাই প্রথম এ ধরনের প্লান্ট। প্রতিদিন ৫ মিলিয়ন মেট্রিক টন পয়ঃশোধন ক্ষমতাসম্পন্ন দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধন কেন্দ্র এটি; যা রাজধানীর মোট পয়ঃশোধনের ২০ থেকে ২৫ শতাংশ। এটি রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষা করবে।

উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, ২০১৫ সালের জুলাই মাসে শুরু হওয়া দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের ডিসেম্বরে। দুই দফা সংশোধনীতে তিন হাজার ৪৮২ কোটি ৪২ লাখ টাকার প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তবে ডিসেম্বরের আগেই কাজ শেষ হয়। প্রতিদিন ৫০ কোটি লিটার পয়োবর্জ্য পরিশোধন করার সক্ষমতা আছে এর।

কয়েক মাস ধরে সেখানে নিয়মিত বর্জ্য শোধন করা হচ্ছে।

বর্তমানে রমনা থানার অন্তর্ভুক্ত এলাকা মগবাজার ওয়্যারলেস রোড, ইস্কাটন, নয়াটোলা, মৌচাক, আউটার সার্কুলার রোড, মহানগর হাউজিং, কলাবাগান ও ধানমণ্ডির (পূর্বাংশ) পয়োবর্জ্য শোধন করা হচ্ছে। এ ছাড়া হাতিরঝিলের উত্তর পাশের এলাকা তেজগাঁও, নাখালপাড়া, নিকেতন, বাড্ডা, বনানী, গুলশানের আংশিকসহ রাজধানীর বেশ কিছু এলাকার পয়োবর্জ্য পরিশোধন করে দুর্গন্ধমুক্ত পানি বালু নদে ফেলা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.