The news is by your side.

দক্ষিণী সুপারস্টার নয়নতারার বিরুদ্ধে থানায় মামলা

0 107

 

দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার আসল নাম ডায়ানা মারিয়াম কুরিয়ন। ২০০৩ সালে মালায়ালাম ছবি ‘মানাসিনাক্কারা’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়নতারার। ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমায় বাজিমাত করেছেন এই অভিনেত্রী।

দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করলেও এবার এফআইআর দায়ের হলো তার বিরুদ্ধে। নয়নতারা ও জয় অভিনীত ‘অন্নপূরণি’ সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ‘লাভ জিহাদ’র মতো ব্যাপার প্রচার করছে বলে অভিযোগে তোলা হয়।

গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অন্নপূরণি’ সিনেমা। সিনেমাটি নীরবেই সাড়া ফেলছিল। বক্স অফিসে পাঁচ কোটি রুপি আয় করেছে। এ নিয়ে যখন নানা আলোচনা, সেই সময় আইনি বিপাকে পড়লেন এর সংশ্লিষ্টরা।

দ্য রিপাবলিকের প্রতিবেদন অনুযায়ী টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের এলটি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে জয়, সত্যরাজ ও অভিনেত্রী নয়নতারাকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সিনেমাটির একটি দৃশ্যে অভিনেতা জয় বলেছেন, রাম একজন মাংস ভক্ষক ছিলেন। আর এ বিষয়টি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

Leave A Reply

Your email address will not be published.