The news is by your side.

দক্ষিণী লুকে সলমন, ‘কিসি কা ভাই কিসি কি জান’

0 114

 

সলমন খান মানেই চমক। সেটা নতুন চরিত্রে হোক কিংবা নতুন পোশাকে। প্রকাশ্যে এল সলমন খানের নতুন ছবির গান।

যেখানে নতুন ধরনের পোশাক ও নতুন ধরনের চরিত্রে দেখা দিয়েছেল সলমন খান। সদ্য ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে ভাইজানের পরনে রয়েছে হলুদ শার্ট সঙ্গে সাদা লুঙ্গি। চোখে সানগ্লাস। দক্ষিণী মেজাজে ধরা দিয়েছেন সলমন।

তামিল ছবি ‘বীরম’-র অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিওয়ালা।

এই ছবির নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই সলমন নাচলেন। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে। নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব।

ছবির প্রধান চরিত্রে দেখা যাবে সলমন খানকে। এছাড়া বাকী গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভেঙ্কাটেশ, পুজা হেগড়ে, জগপতি বাবু, শেহনাজ গিল, অভিমন্যি সিং, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, পলক তিওয়ারি সহ আরও অনেকে।

ছবিতে অ্যাকশন হিরোর অবতারে দেখা দেবেন সলমন। ২০২৩ সালের ইদেই মুক্তির কথা এই ছবির। অ্যাকশন, পারিবারিক ড্রামা, রোম্যান্স মিলিয়ে এক নতুন কাহিনি নিয়ে আসছেন ভাইজান।

Leave A Reply

Your email address will not be published.