ইংরেজি নববর্ষের প্রাক্কালে থার্টিফার্স্ট নাইট বা ৩১ ডিসেম্বর রাতে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ, নাচ, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। একইসঙ্গে আতশবাজি বা পটকাও ফোটানো থেকেও সবাইকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি।
আজ বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অনুরোধ জানান।
এছাড়া থার্টিফার্স্ট নাইট উদযাপন ঘিরে ডিএমপির ১১ দফা নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার।