পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কন্যাকে বিয়ে করেছেন দেশটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। সেই সূত্রে শাহিন আফ্রিদি ও শহীদ আফ্রিদি জামাই-শ্বশুর। তবে প্রকাশ্যে যেন শহীদ আফ্রিদিকে শ্বশুর না ডাকেন শাহিন, এ জন্য হুঁশিয়ারি দিলেন শহীদ আফ্রিদি।
এক পর্যায়ে শাহিনের দিকে তাকিয়ে শহীদ আফ্রিদি বলেন, ‘শোনো, আমি যেন তোমার মুখ থেকে শ্বশুর ডাক দ্বিতীয়বার না শুনি।’ শাহিন কেন শ্বশুর ডাকবেন না সেটিও ব্যাখ্যা করেছেন শহীদ আফ্রিদি। সাবেক তারকা জানান, ‘সে ক্রিকেট খেলছে, আমিও এখনো খেলছি। সে কিছুদিন আগে শিরোপা (পিএসএল) জিতেছে, আমিও জিতেছে (লিজেন্ড ক্রিকেট লিগ)। তাহলে শ্বশুর কিভাবে হয়ে গেলাম!’
শাহিনও শ্বশুরের সঙ্গে তাল মিলিয়ে বলেন, ‘আমার ট্রফি জয়ের এক দিন পরই লালা (শহীদ আফ্রিদি) ট্রফি জিতেছেন।’ তখন আবার শহীদ আফ্রিদি বলেন, ‘ও ভেবেছে আমার কাছে পুরনো বন্দুক আছে, যা চলে না। সবচেয়ে ভালো বন্দুকটাই আমার কাছে আছে।’
সাক্ষাৎকারে শাহিন জানিয়েছেন, ‘শহীদ আফ্রিদি সবার আগে আমার কাছে একজন অধিনায়ক। আমি উনাকে দেখে বড় হয়েছি। উনার খেলা আমাকে অনুপ্রাণিত করেছে। তার ব্যাটিং দেখে খুব মজা পেতাম। আমি ভাগ্যবান এমন একটা লোককে নিজের শ্বশুর হিসেবে পেয়েছি।’