The news is by your side.

তুর্কি গোয়েন্দাদের কবজায় মোসাদের গোপন নেটওয়ার্ক

0 136

 

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন নেটওয়ার্ক উন্মোচন করেছে তুরস্ক। মোসাদের হয়ে কাজ করছে এমন কয়েক ডজন এজেন্টের ওই ‘ঘোস্ট’ নেটওয়ার্ক এখন তুর্কি গোয়েন্দাদের কবজায় চলে এসেছে।

তুরস্ক দেশটিতে সক্রিয় বিদেশী এজেন্টদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে। তারই অংশ হিসেবে ধরা পড়েছে মোসাদের এই বিশাল সংখ্যক এজেন্ট।

মোট ৫৬ মোসাদ এজেন্টের পরিচয় জানতে পেরেছে তুরস্কের গোয়েন্দারা। সম্প্রতি সাত জনের একটি দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। এরপর তাদের কাছেই জিজ্ঞাসাবাদ করার পর বেড়িয়ে আসে মোসাদের এই বিশাল নেটওয়ার্ক। ইসরাইলের রাজধানী তেল-আবিব থেকে তাদেরকে পরিচালনা করা হচ্ছিল। তুরস্কে থাকা বিদেশীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছিল তারা।

তুরস্কের গোয়েন্দারা আরও জানতে পেরেছে যে, মোসাদ তাদের তুর্কি এজেন্টদের আরব দেশগুলোতেও মোতায়েন করে। এই এজেন্টরা লেবানন ও সিরিয়ার মতো দেশগুলোতে গিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। আবার কখনও কখনও ড্রোন হামলার সম্ভাব্য স্থান নির্ধারণ করতে সহায়তা করে এই এজেন্টরা।

উদাহরণ হিসেবে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত একটি ভবনের কো-অর্ডিনেটস পেতে তুর্কি এক এজেন্টকে পাঠিয়েছিল মোসাদ। ইসরাইলের ধারণা ছিল, ওই ভবনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ নেতারা চলাফেরা করেন।

আরব দেশগুলো ছাড়াও সার্বিয়া, দুবাই এবং থাইল্যান্ডেও তুর্কি এজেন্টদের পাঠিয়েছে মোসাদ। যেসব দেশে তুরস্কের নাগরিকদের ভিসার প্রয়োজন হয় না, সেসব দেশেই নিজেদের তুর্কি এজেন্টদের কাজে লাগিয়েছে ইসরাইল।

Leave A Reply

Your email address will not be published.