The news is by your side.

তুরস্ক-সিরিয়ার ফের শক্তিশালী ভূমিকম্প

0 106

 

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তুরস্কের হাতায় প্রদেশে সোমবারের আফটারশকটি গভীরতা ছিল ২ কিলোমিটার।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেফনি শহরে রাত ৮টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং আন্তাকিয়া ও আদানা শহরেও বেশ জোরালোভাবে এর কম্পন অনুভূত হয়।

তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, কয়েক মিনিটি পরে হাতায় প্রদেশের সামানদাগ জেলায় ৫ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান ও লেবাননে অনুভূত হয়েছে বলে জানা গেছে। ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পের পর তুরস্কে ৬ হাজারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে বলে এএফএডি জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.