The news is by your side.

তুরস্কের জন্য শতকোটি ডলারের তহবিল গঠনের আবেদন জাতিসংঘের

0 124

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০০ কোটির বেশি ডলারের তহবিল গঠনের আবেদন জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, আমাদের অবশ্যই তুরস্কের বিপদের সময় পাশে দাঁড়াতে হবে। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

এদিকে দুর্নীতি করে ভবন নির্মাণ এবং ত্রুটিপূর্ণ নগর উন্নয়নের ফলে এমন বড় ক্ষতি হয়েছে বলে অভিযোগ অনেক বাসিন্দার।

তাদের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে তুরস্ক সরকার। ভবন নির্মাণে অনিয়মকারীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। ইতোমধ্যে ডেভেলপারসহ শতাধিক সন্দেহভাজনকে আটকের নির্দেশ দিয়েছে সরকার।

গত (৬ ফেব্রুয়ারি) ৭.৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত তুরস্কে অন্তত ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে এখনও চলছে উদ্ধার তৎপরতা। বিধ্বংসী ভূমিকম্পের ১০ দিনেরও বেশি সময় পর বৃহস্পতিবার কাহরামানমারাস প্রদেশের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে (১৭) উদ্ধার করা হয়।

অপরদিকে ধারণা করা হচ্ছে ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে এখনও আটকে আছেন বহু মানুষ। পরিবারগুলো তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের ফিরে পেতে এখনও অপেক্ষায় প্রহর গুনছে।

 

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.