The news is by your side.

তিন বছরে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স এলো জুনে

0 126

 

বৈশ্বিক অর্থনীতিতে নানা সংকটের মধ্যেও স্বস্তির খবর দিচ্ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। সদ্যবিদায়ী জুন মাসে রেকর্ড ২৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। এ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে প্রায় ২৪ বিলিয়ন (২৩ দশমিক ৯১ বিলিয়ন) ডলার।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক বলছে, নানা উদ্যোগের ফলে বৈধপথে রেমিট্যান্স বাড়ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এর আগে সবশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই সময় এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে, সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের। সে হিসাবে, মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। এছাড়া গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স।

Leave A Reply

Your email address will not be published.