The news is by your side.

তালেবানের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

0 125

আফগানিস্তানে নারীদের কর্মসংস্থান ও শিক্ষা ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বুধবার তালেবানের বিরুদ্ধে নতুন করে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।

ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, ‘আমি আজকে সুনির্দিষ্ট কিছু বর্তমান বা সাবেক তালেবান সদস্য, বেসরকারি নিরাপত্তা গ্রুপের সদস্যদের এবং আফগানিস্তানে নারী ও মেয়েদের নিপীড়নের জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গ্রহণ করেছি।’

ব্লিনকেন বলেন, নিপীড়ন ও দমনমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ‘বিশ্ববিদ্যালয় এবং এনজিও’র সাথে কাজ করা থেকে নারীদের নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্ত।’

২০২১ সালের আগস্টে তালেবান ফের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তারা আফগান নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এমন সিদ্ধান্তের আওতায় তাদেরকে সরকারি চাকরি, মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়া বা পার্কে যাওয়া নিষিদ্ধ করা হয়।

ডিসেম্বরের শেষে তারা এনজিও গুলোকে নারীদের সাথে কাজ করা নিষিদ্ধ করে যার ফলে শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি সংস্থা আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত করে।

ব্লিনকেন আরো বলেন, এক্ষেত্রে ওয়াশিংটন মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.