The news is by your side.

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা আপিল বিভাগেও বাতিল

0 16

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, আপিল বিভাগেও তা বহাল রয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ এ রায় দেন।

সতের বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা গত ২৩ অক্টোবর খারিজ করে দেয় বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

২০০৪ সালের চাঁদাবাজির ঘটনা দেখিয়ে ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়।

তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ওই সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২০০৮ সালে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান তারেক। এখনও তিনি সেখানেই আছেন।

 

Leave A Reply

Your email address will not be published.