The news is by your side.

তারেক রহমানের নির্দেশে পুলিশের  উপর হামলা চালিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

0 118

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশ এবং জনগণের উপর হামলার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার সচিবালয়ে এ ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ও পরে সবসময়ই শান্তিপূর্ণ পরিবেশ চায় আওয়ামী লীগ। কোনো ভাবেই আওয়ামী লীগ সংঘাত-সংঘর্ষ চায় না। যথা সময়ে নির্বাচন চায়। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চায় না।

মন্ত্রী বলেন, ‘আমরা উত্তেজনায় যাবো না। আমরা নির্বাচন চাই। তারা যে করেই হোক সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে, তবে ধরন পাল্টাবে। নির্বাচন পর্যন্ত ছাড়াছাড়ি নেই। আমরা মাঠে আছি।’

ঢাকার প্রবেশপথ অবরোধ করলে পুলিশ তাদের দায়িত্ব পালন করবেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এত আপ্যায়নের পরে তাদের কর্মীদের অবস্থান কী? কর্মীরা ঢাকায় অবস্থানের জন্য অতিরিক্ত জামাকাপড় নিয়ে এসেছিল; কিন্তু তাদের ফিরে যেতে হলো।

বিদেশিরা পার্লামেন্ট বিলুপ্তি চায় না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোনো বিদেশি এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। এমনকি পার্লামেন্ট বিলুপ্তির কথাও বলেনি। বিএনপির কোনো দাবি বিদেশিরা সমর্থন করে না। বিদেশিরাও নির্বাচন চায়।

Leave A Reply

Your email address will not be published.