হিন্দি ভাষা নিয়ে অভিনেতা অজয় দেবগন ও দক্ষিণী তারকা কিচ্ছা সুদীপের মধ্যে টুইট-যুদ্ধ ঘিরে তোলপাড় নেট দুনিয়া।
সেই ভাষা-বিতর্কের আগুনে আগেই ঘি ঢেলে কঙ্গনা রানাওয়াত মন্তব্য করেছেন, ‘ভারতের রাষ্ট্রীয় ভাষা হওয়া উচিত সংস্কৃত!’ সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গায়ক সোনু নিগম।
সোনুর বক্তব্য, এটা অত্যন্ত তুচ্ছ একটি বিষয়। যা নিয়ে অযথা তর্ক না করাই উচিত। গায়কের কথায়, ‘দেশে এমনিতেই বহু সমস্যা রয়েছে। এটা অন্তত আলোচনার কোনও বিষয়বস্তু হতে পারে না। ভিন দেশের সঙ্গে কি আমাদের শত্রুতা কম, যে নিজেদের দেশের অভ্যন্তরেই শত্রুতা বাড়ানোর চেষ্টা করছেন? ভারতীয় সংবিধানে লেখা আছে হিন্দি আমাদের জাতীয় ভাষা। হিন্দি ভারতের সবচেয়ে বেশি মানুষের মুখের ভাষা। অন্যদিকে তামিল সবচেয়ে পুরনো ভাষা। কিন্তু তামিল না সংস্কৃত, এর মধ্যে একটা ধন্দ রয়েছে। কিন্তু অনেকেই বলেন, তামিল বিশ্বের সবথেকে প্রাচীন ভাষা।’
এখানেই তিনি থামেননি। সোনু আরও বলেন, ‘কে কোন ভাষায় কথা বলবেন, এটা কখনওই চাপিয়ে দেওয়া উচিত নয়। পাঞ্জাবিরা পাঞ্জাবি ভাষায় কথা বলুক। তামিলরা নিজেদের ভাষায় কথা বলতে পারেন। আবার কেউ চাইলে ইংরেজি ভাষাতেও কথা বলতে পারেন। ভেবে দেখুন, আমাদের সমস্ত আইনি বিচার তো ইংরেজিতেই হয়। এমনটা নিয়ম নেই যে আমাকে হিন্দি ভাষাতেই কথা বলতে হবে। আমার অনুরোধ, দয়া করে দেশটাকে আর টুকরো টুকরো করার চেষ্টা করবেন না। এমনিতেই কত সমস্যা!’