The news is by your side.

তামিম-রিয়াদ বাংলাদেশের একাদশে, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

0 115

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস।

এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্রামে থাকছেন। দীর্ঘদিন পর বাংলাদেশের একাদশে ফিরলেন মাহমুদ উল্লাহ রিয়াদ।

সাবেক অধিনায়ক তামিম ইকবালও খেলছেন আজ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচের পর অবসরের ঘোষণা দেন। পরে সেটি ভাঙলেও পিঠের চোটের কারণে এশিয়া কাপ খেলতে পারেননি।ছেড়ে দেন নেতৃত্বও।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।

এই সিরিজে আরও দুটি ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিশ্বকাপের আগমুহূর্তে এ সিরিজটি যে দু’ দলেরই প্রস্তুতির মঞ্চ, সেটি পরিস্কার।

Leave A Reply

Your email address will not be published.