The news is by your side.

তামিমের সঙ্গে যোগাযোগ না হওয়ার বিষয়টি সত্যি নয়: হাথুরুসিংহে

0 144

 

গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্যের পর হুট করেই অবসর ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি পরদিন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। পরবর্তীতে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন। তবে একদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফিরে আসেন দেশসেরা এই ব্যাটার। গুঞ্জন ছিল দেশের সেরা ওপেনার তামিমের সঙ্গে হাতুরাসিংহের সম্পর্ক ভালো নয় । তবে তামিমের সব খোঁজ খবর রাখেন বলে জানিয়েছেন হাথুরুসিংহে।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, ‘তামিমের সঙ্গে যোগাযোগ না হওয়ার বিষয়টি সত্যি নয়। তামিম কী করছে না করছে, সবই আমি জানি। ও মেডিকেল বিভাগের অধীনে আছে। ওরাই সব আপডেট আমাকে দিচ্ছে। তামিম কখন ব্যাটিং করছে, কীভাবে করছে, ওর অবস্থার উন্নতি কতটা হচ্ছে, আমি সবই জানতে পারছি। যা করার, পেশাদারের মতোই করছি। মানুষ কী বলছে শোনার দরকার নেই। কারও সঙ্গেই আমার কোনো অস্পষ্টতা নেই। একতরফা আলোচনায় কান না দিয়ে এ রকম মুখোমুখি বসলে আমিও বিষয়গুলো পরিষ্কার করে দিতে পারি।’

অনেকেই মনে করে তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্তের পেছনে হাথুরুসিংহের হাত রয়েছে। এই প্রসঙ্গে প্রধান কোচ আরও বলেন, ‘কথাটা যদি তামিম এসে বলে, তাহলে আমি উত্তর দিতে পারি। যদি অন্য কেউ বলে, আমি জানি না তারা কোত্থেকে এই খবর পেল। তামিম বললে ওর সঙ্গে বসে জিজ্ঞেস করতে পারি, আমি কখন, কোথায় কী করলাম! (হাসি…)। এ বিষয়ে আমার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। আমি তো জানতামই না যে এ রকম কোনো ঘোষণা আসতে চলেছে।’

Leave A Reply

Your email address will not be published.