The news is by your side.

তামিমের পিঠের ইনজুরি, তবুও আশাবাদী হাথুরু

0 130

গত কয়েক দিনের ধরেই দেশের গণমাধ্যমে ‘টক অব দ্য কান্ট্রি’ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওপেনার তামিম ইকবাল খেলছেন কি না! ‘রহস্যময়’ ইনজুরির কারণেই বারবার সংবাদের শিরোনামে উঠে আসছেন তিনি।

মূলত পিঠের পুরনো ব্যথা ফিরে আসায়, আফগানদের বিপক্ষে টেস্টে তাকে নিয়ে শঙ্কা জাগে। অনুশীলনে দু’দিন ওয়ার্ম-আপ আর ফিল্ডিং করলেও ব্যাটিংয়ের সময় রীতিমতো পিঠের ব্যথার সঙ্গে যুদ্ধ করতে হয় তাকে। ব্যাটিং অনুশীলন পুরোপুরি না করেই থেমে যেতে হয় দেশসেরা এই ওপেনারকে।

আফগানদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও উঠে এলো তামিমের প্রসঙ্গ। সেখানে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দাবি, অনুশীলনের পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে তার ব্যাপারে কিছুই জানায়নি। তবে মঙ্গলবার অনুশীলনে তাকে পর্যবেক্ষণ করা হবে।

হাথুরুর ভাষ্য, সে (তামিম) আজ অনুশীলন করবে। ফিল্ডিং, ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব, এরপর ওকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।

Leave A Reply

Your email address will not be published.