‘বাহুবলী’তে অভিনেতা প্রভাসের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে তাক লাগিয়ে দিয়েছিলেন তামান্না ভাটিয়া। তাঁর নিটোল মনে জোয়ার উঠেছিল অনুরাগীদের। সম্প্রতি মুম্বই সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ”রোম্যান্টিক দৃশ্যে নাকি পুরুষ অভিনেতারা খুবই অস্বস্তি বোধ করেন।
” কেন এমন বললেন অভিনেত্রী? তাঁর মতে, রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় সহঅভিনেতারা ভাবেন ”আমাদের মনে কী চলছে!” অভিনেত্রীর দাবি, ”আগে তো আমরা মানুষ, তার পরে অভিনেতা অভিনেত্রী।” একথা বলে কী চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তামান্না?