The news is by your side.

তরুণীকে সামনে বসিয়ে হিন্দি গান শোনালেন মাহফুজুর রহমান

0 133

 

বছর কয়েক ধরে ঈদে ড. মাহফুজুর রহমানের গান শোনা যায়। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। এবার ঈদের দশদিন আগেই তিনি অনুরাগীদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিলেন। ‘রাফতা রাফতা’ শিরোনামে প্রকাশ করলেন হিন্দি গান। ‘হৃদয় তোমাকেই চায়’ শিরোনামের অ্যালবামের গান এটি।  সম্প্রতি এটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে।

ওই অ্যালবামে মূলত বেশ কিছু হিন্দি গান কাভার করেছেন ড. মাহফুজুর রহমান। এরই মধ্যে ‘রাফতা রাফতা’, ‘প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান’, ‘ও মেরে সামনে’ শিরোনামের তিনটি গান মুক্তি পেয়েছে। নতুন করে এসব গানের সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ।

ড. মাহফুজুর রহমানের গান প্রকাশ্যে আসার পর শুরু হয় তুমুল আলোচনা। এবারো তার ব্যত্যয় ঘটেনি। তবে হিন্দি গান শুনে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা।

এবারই প্রথম নয়, ২০১৮ সালেও হিন্দি গান গেয়ে আলোচনায় উঠে আসেন ড. মাহফুজুর রহমান। ওই বছরের ২৪ জুলাই ছিল এ শিল্পীর প্রাক্তন স্ত্রী ইভা রহমানের জন্মদিন। এ উপলক্ষে একটি হিন্দি গানে স্ত্রীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন ড. মাহফুজুর রহমান।

 

Leave A Reply

Your email address will not be published.