The news is by your side.

তফসিল ঘোষনাকে কেন্দ্র করে ইসিতে নিরাপত্তা জোরদার

0 122

আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষন দিবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেই ভাষন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।

এই তফসিল ঘোষনাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকটি রাস্তায় যান চলাচল রাখা হয়েছে সীমিত। নির্বাচন ভবনের আশপাশে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে প্রস্তুত থাকলেও বিএনপিসহ বিরোধী দলগুলো তফসিল ঘোষণার বিরোধীতা করছে। এদিকে চলছে বিএনপি-জামায়াতের ডাকে অবরোধও। তফসিল ঘোষনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে তাই জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা।

Leave A Reply

Your email address will not be published.