The news is by your side.

ঢেউয়ের মাঝে সুখ.. : পূজা চেরি

0 123

পূজা চেরি, পারস্য উপসাগর দিয়ে ছুটে চলা বোটের বেশ আয়েশি কয়েকটি ছবি প্রকাশ করেছেন ।

সাগরের জলের ঢেউয়ে সুখ খুঁজে পেয়েছেন এই নায়িকা, তাই গোলাপি আভা ছড়ানো ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘ঢেউয়ের মাঝে সুখ..’

মুহূর্তে দুবাইয়ে হয়তো সুখেই ভেসে যাচ্ছেন, তবে কেন সংযুক্ত আরব আমিরাতের এই শহরে গিয়েছেন ঢাকাই ছবির এই অভিনেত্রী তা জানা যায়নি। তবে পূজার সঙ্গে তাঁর মা-ও সঙ্গে রয়েছেন।

কিছুদিন আগে শাকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার খবর শোনা যায়, সেই প্রেম নিয়ে বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে অন্য নায়িকার অপ্রীতিকর ঘটনাও আলোচনায় আসে।

কাহ্রাপ খবরগুলো একের পিঠে চড়ে আসছিল। এর আগে জোভানের সঙ্গে ব্যাংককে কয়েকটি ছবি প্রকাশ হয়ে পড়ে। ওই ছবিগুলোর নেপথ্যে নানা গল্প ছড়িয়েছিল নেটিজেনরা বলছিলেন, ছবিতে পূজাকে নেশাসক্ত মনে হচ্ছিল। যদিও পূজার ব্যাখ্যা সেটা ছিল একটি ওয়েব ফিল্মের শুটিং।

 

Leave A Reply

Your email address will not be published.