The news is by your side.

ঢাবি এসএম হলের কক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

0 128

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর কক্ষে ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। বাংলা বিভাগের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ওই শিক্ষার্থী মঞ্জুরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে।

সোমবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে হলের ১৬৫ নম্বর রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মঞ্জুরুল ইসলাম নামের ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পান হলের শিক্ষার্থীরা। তাদের কাছ থেকে খবর পেয়ে হল প্রশাসন ও পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে।

ধারণা করা হচ্ছে, মঞ্জুরুল ইসলাম আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটেছে।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ বলেন, হলের এক রুমে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহের তথ্য পেয়েছি। আমরা ‍পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.