The news is by your side.

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

0 123

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে এ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ২৭ হাজার ৭৫ জন। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ৬৯ জন পরীক্ষার্থী।

বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা হবে। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ। উপাচার্য মো. আখতারুজ্জামান দেশের বাইরে রয়েছেন।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

 

 

Leave A Reply

Your email address will not be published.