The news is by your side.

ঢাকা-১৭ উপনির্বাচন: বেসরকারিভাবে বিজয়ী আরাফাত

0 140

 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।

সোমবার রাতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে নির্বাচনে মোট ১১.৫১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

ঘোষিত ফল অনুযায়ী অনান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীক প্রার্থী সিকদার আনিসুর রহমান ১৩২৮ ভোট, গোলাপ ফুল প্রতীক প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট, ছড়ি প্রতীক প্রার্থী মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীক মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, ডাব প্রতীক প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট এবং সোনালী আঁশ প্রতীক প্রার্থী ২০২ ভোট পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.