The news is by your side.

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন: ভোটারশূন্য ভোটকেন্দ্র!

0 114

 

ঢাকা-১৭ আসনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটারদের তেমন একটা উপস্থিতি ছিল না।

বনানীর বিদ্যানিকেতনে সাতটি ভোটকেন্দ্র রয়েছে। সকাল ৮টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত একটি কক্ষে দুটি ও কয়েকটি কক্ষে একটি করে ভোট পড়ে। বাকি কক্ষগুলোতে একটিও ভোট পড়েনি। ওই সময়ে নৌকা প্রতীক ছাড়া কারও এজেন্টও পাননি তিনি।

মহাখালীর আব্দুল হামিদ দর্জী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় মাত্র ১৬টি ভোট পড়েছে।

কেন্দ্রের পৃথক চারটি বুথে অলস সময় কাটান এজেন্টরা। তবে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মহাখালীর আব্দুল হামিদ দর্জী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ২৬ জন। অথচ কেন্দ্রটির এক নম্বর কক্ষে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে দুটি। দুই নম্বর কক্ষে ভোট পড়েছে চারটি। তিন নম্বর কক্ষে ভোট পড়েছে তিনটি। এছাড়া চার নম্বর কক্ষে ভোট পড়েছে মাত্র সাতটি।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে মোট পাঁচটি ভোটকেন্দ্র রয়েছে। এখানকার একটি কেন্দ্রে ভোট দেবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মোহাম্মদ এ আরাফাত।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কলেজটিতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি, তবে কলেজের ভেতরে-বাইরে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ করা গেছে।

কলেজের ভেতরে অবস্থিত আরেকটি কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২২৯ জন। এই কেন্দ্রে এক ঘণ্টায় দুটি ভোট পড়েছে। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা লতিফ সরকার সকাল সাড়ে ৯টার দিকে বলেন, তাঁর কেন্দ্রে মোট পাঁচটি বুথ রয়েছে। দুজন ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন।

কলেজের আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ বলেন, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫৩৯। এই কেন্দ্রে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সাতজন ভোট দিয়েছেন।

একই শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থিত আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাবুল চন্দ্র সাহা বলেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৮ জন। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ১৬ জন ভোটার ভোট দিয়েছেন।

কলেজটি ঘুরে দেখা যায়, এখানে গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

কলেজটির বাইরে-ভেতরে নৌকা প্রতীকের ব্যাচ পরা অনেক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ড নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে ১২৪টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

Leave A Reply

Your email address will not be published.