নিজস্ব প্রতিবেদক
পদ্মাপারের জনপদ নড়িয়া-সখিপুর ও শরীয়তপুরের লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে এ সকল রেমিটেন্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন।
ইতালি প্রবাসী বাংলাদেশীদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী ও সচিব মোঃ মোকাম্মেল হোসেনের সাথে বৈঠক করেন পানিসম্পদ উপমন্ত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম।
এ সময় তাদের কাছে চাহিদাপত্র ( ডি.ও লেটার) হস্তান্তর করা হয়।
বৈঠক শেষে এনাম হক শামীম বলেন, দ্রুততম সময়ে ঢাকা-রোম-ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবে বলে আশা করছি।