ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একাধিক গাড়িতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ১ ডাকাত নিহত হয়েছেন। এসময় ডাকাতের হামলায় আরও ২ জন আহত হয়েছেন।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালীতে রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক্সপ্রেসওয়েতে একাধিক বাসে ৭-৮ জনের একদল ডাকাত ডাকাতি করে বাস থেকে নেমে দৌড়ে পালানোর সময় কেউটখালীতে এলাকাবাসীর হাতে একজন ধরা পড়ে। এসময় গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। লাশ শ্রীনগরের ষোলঘর হাসপাতালে রয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।’