সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়ে গেছেন মুশফিকুর রহিম, সঙ্গীর অভাবে থামতে হলো তাঁকেও। ১৭৫ রানে অপরাজিত থেকে যান ‘মিস্টার ডিপেন্ডেবল’। ৩৫৫ বলের এই মহাকাব্যিক ইনিংসে মুশফিক হাঁকিয়েছেন ২১টি চার।
শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেন রানআউট হলে ডাবল সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে থাকতেই থামতে হয় মুশিকে।
৫ উইকেটে ২৭৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ২৪৬ বলে ১৪১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে সকালে আউট হন লিটন দাস। সাজঘরে ফেরার আগে মুশফিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েছেন ২৭২ রানের জুটি। ২৪ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিক-লিটনের এই জুটিই বাঁচিয়েছে বাংলাদেশকে।
সকালে লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন আড়াই বছর পর টেস্টে দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি, হয়েছেন কাসুন রাজিথার পঞ্চম শিকার।
তাইজুল ইসলাম ও খালেদ আহমেদকে ফেরান আসিথা ফর্নান্ডো। তাইজুল ১৫ রান করলেও খালেদ মেরেছেন ‘ডাক’। শেষ জুটিতে এবাদত হোসেনকে নিয়ে লড়াই করেছেন মুশফিক। এবাদতের রানআউটে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। লঙ্কানদের পক্ষে কাসুন রাজিথা ৫টি ও আসিথা ফর্নান্ডো ৪টি উইকেট পেয়েছেন।