The news is by your side.

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কাড়ছে দেশি পণ্য

0 183

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

রবিবার ২৮তম এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনের পর ওয়ালটনসহ কয়েকটি স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের পণ্যসামগ্রী দেখেন।

ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, স্মার্ট ফ্রিজ, এয়ারকন্ডিশনার, টেলিভিশন, লিফট ও এনার্জি সেভিং হোম অ্যাপ্লায়েন্সেস দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সে সময় উপস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম জানান, ওয়ালটন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তৈরি করছে জেনে প্রধানমন্ত্রী ওয়ালটন পরিবারকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়ালটন কী কী পণ্য তৈরি করছে সবই আমার জানা আছে। প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন তথা বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়।

এ সময় পণ্য রপ্তানি এবং বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এই বিষয়ে সরকারের নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী ও তাঁর উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রধানমন্ত্রীর ওয়ালটন মেগা স্টল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক তাহমিনা আফরোজ তান্না, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল ও মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু টানেলের আদলে দৃষ্টিনন্দন মেগা স্টল স্থাপন করেছে ওয়ালটন।

এক ছাদের নিচে স্মার্ট ফ্রিজ, এসি, টিভি, লিফট, ওয়াশিং মেশিন, ল্যাপটপসহ অসংখ্য ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করা হচ্ছে। গতকাল মেলার প্রথম দিন ওয়ালটনসহ দেশীয় ব্র্যান্ডের ইলেকট্রনিক ও ইলেট্রিক্যাল পণ্যের স্টলে ভিড় দেখা গেছে। ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

রাজধানী থেকে সরাসরি এই বাণিজ্য মেলায় যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস সার্ভিস চালু করেছে।

এই বাস সেবার মাধ্যমে একজন যাত্রী মাত্র ৭০ টাকায় সরাসরি মেলা প্রাঙ্গণে পৌঁছাতে পারবেন।

 

Leave A Reply

Your email address will not be published.