ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার ২টা ১৫মিনিটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতেই জয়শঙ্করের এ সফর বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি সুখবর নিয়ে আসছেন।’ তবে সেই সুখবরটি কী তা নিয়েই স্পষ্ট করে কিছু জানা যায়নি।
জয়শঙ্কর প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র তুলে দেবেন। এরপর তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।