The news is by your side.

ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান

0 162

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ।

শনিবার দুপুরে এক ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এ সময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার জানায় তিন বাহিনীর একটি চৌকস দল।

বিমানবন্দর থেকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে সুলতানকে। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং গাছের চারা রোপণ করবেন।

সুলতান শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। পরে বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। ৭টা ৩৫ মিনিটে দরবার হলে সুলতানের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান। বৈঠক শেষে সোমবার (১৭ অক্টোবর) দেশে ফিরে যাবেন তিনি।

এই সফরে একটি চুক্তি ও ২টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.