The news is by your side.

ঢাকাসহ ১২টি সিটি করপোরেশনে শিশুদের  করোনা টিকাদান শুরু

0 162

 

ঢাকাসহ সারা দেশে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকাদান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রাথমিকভাবে দেশের ১২টি সিটি করপোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে চলছে এ টিকাদান। পরে দেয়া হবে জেলা, উপজেলা ও পৌরসভায়। জন্মনিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে দেয়া হচ্ছে টিকা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে এসে সারিবদ্ধভাবে দাঁড়ায় শিশুরা। এ টিকা কার্যক্রমে প্রাথমিকের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এ টিকা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি।  কোভ্যাক্সের মাধ্যমে প্রথম পর্যায়ে দেশে এসেছে ৩০ লাখ ডোজ। সারা দেশে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য সরকারের।

অভিভাবকরা টিকা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ভ্যাকসিন নেয়া শিশুরা বলছে, টিকা নিতে পেরে তাদের ভালো লাগছে।

টিকা কার্যক্রমের উদ্বোধন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, দেশজুড়ে ২০ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর। ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে শিশুদের নিবন্ধন করা হচ্ছে। নিবন্ধন কার্ড প্রদর্শন করলেই দেয়া হচ্ছে টিকা।

Leave A Reply

Your email address will not be published.