রাজধানী ঢাকার ফুটপাতে সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাজধানীর মৌচাকে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে নিহত ব্যাংক কর্মকর্তা দিপু সানার মৃত্যুর ঘটনায় করা রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রুল জারি করেন। আদালত বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত চলছে। অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে না।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ছফওয়ান করিম।
দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী পরিচালক ছিলেন। গত ১০ জানুয়ারি বিকেলে কর্মস্থল থেকে অফিসের বাসে রওনা দিয়ে শান্তিনগরে নামেন তিনি। এরপর হেঁটে মগবাজারের গাবতলার বাসায় ফিরছিলেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৌচাক মার্কেটসংলগ্ন ফখরুদ্দীন পার্টি সেন্টারের সামনে মাথায় ইট পড়ে মারা যান।
দিপু সানার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবার একটি মামলা করে দোষীদের শাস্তি চেয়েছেন।