The news is by your side.

 ‘ড্রিম গার্ল’: ব্যতিক্রমী চরিত্রে অনন্যা পাণ্ডে

0 117

শান্ডিল্যা ঘোষণা করেছিলেন শিগগিরই ‘ড্রিম গার্ল’ সিনেমার সিক্যুয়েল আসছে। সে সময় সিনেমাটিতে আয়ুষ্মান খুরানা ও নুশরাত ভারুচ্চার অভিনয়ে নিয়েও কথা বলেছিলেন তিনি। এমনকি তিনি জানিয়েছিলেন বেশকিছু চমক থাকবে সিক্যুয়েলটিতে।

এরপর থেকে দর্শকপ্রিয় ‘ড্রিম গার্ল’-এর সিক্যুয়েল নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কারা অভিনয় করছেন, কবে শুটিং হবে, কবেই বা প্রেক্ষাগৃহে দেখা যাবে—এমন কৌতুহলের কমতি ছিল না। তবে এবার সেই ধোঁয়াসা কেটে গেল। সিনেমাটিতে দেখা মিলবে এ প্রজন্মের তারকা অনন্যা পাণ্ডেসহ একঝাঁক তারকার।

সেই তালিকায় রয়েছেন আন্নু কাপুর, বিজয় রাজ, পরেশ রাওয়াল, আসরানি, রাজপাল যাদবসহ অনেকে। শুধু তাই নয়, এরইমধ্যে সিনেমাটির ৯৫ ভাগ কাজও শেষ হয়েছে। সব ঠিক থাকলে আসছে ৩০ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা রাজ শান্ডিল্যা।

অনন্যা বলেন, ‘শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে কাজের প্রতি আগ্রহী ছিলাম। অপেক্ষায় ছিলাম সেই সুযোগের।

অবশেষে স্বপ্ন হাতের নাগালে এসেছে। তবে নিজের চরিত্র নিয়ে এখনই কথা বলতে চাই না। শুধু এটুকু বলবো, আগের সিনেমার দু-একজন ছাড়া সব চরিত্রই নতুন এবং চমকে ভরপুর।’

 

Leave A Reply

Your email address will not be published.