The news is by your side.

ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে: জাহিদ মালেক

0 123

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। আমাদের হাসপাতালগুলো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। রোগীদের ব্যবস্থাপনাটা আমরা দেখছি, এখন মশাটা যাতে নিধন হয় সেই ব্যবস্থাটা করতে হবে। মশা নিধনে যারা দায়িত্বরত আছেন, তাদের আরো সক্রিয় হতে হবে।

বুধবার বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্ত বিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের হাসপাতালগুলো ভরে যাচ্ছে। চিকিৎসকরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। রোগীর যেন মৃত্যু কম হয় চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। এ ক্ষেত্রে রোগীদেরও দায়িত্ব রয়েছে। যথাসময়ে হাসপাতালে আসতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের অবস্থা গত ১০ বছরে অনেক এগিয়েছে। চিকিৎসক-নার্স দ্বিগুণ হয়েছে।

নার্স নিয়োগ বন্ধ ছিল। টেকনিশিয়ান নিয়োগ বন্ধ ছিল, মামলার কারণে। সেই মামলা আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করে নিয়োগ কার্যক্রম শুরু করেছি। আটটি বিভাগে আটটি হাসপাতাল হচ্ছে, সেগুলোতে নতুন করে চার হাজার শয্যা যুক্ত হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমি আশা করব আজকে ইনডোরে রোগী ভর্তি এবং অপারেশনের মাধ্যমে সুপার স্পেলাইজড হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

আমি জেনে খুশি হলাম, এই হাসপাতালে ইতিমধ্যে অপারেশন হয়েছে, রোগী ভর্তিও হয়েছে।’

তিনি বলেন, ‘আউটডোরেও প্রায় ২০ হাজার রোগী চিকিৎসা নিয়েছে। আমরা জানি, এই হাসপাতালে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে, অন্যান্য জটিল রোগের চিকিৎসা এখানে দেওয়া হবে। ক্যান্সার রোগীদের চিকিৎসা, অপারেশন এবং অন্য রোগীদেরও এখানে চিকিৎসা দেওয়া হবে।’

 

বিএসএমএমইউ অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.