দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৪০ জন। এর ২৫ শতাংশই শিশু। মারা যাওয়া ২২ শতাংশের বয়স ২০ থেকে ৩০ বছর। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া ৩১ জন ঢাকার বাসিন্দা, আটজন চট্টগ্রাম এবং একজন বরিশাল বিভাগের।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি শাখার ডেপুটি প্রগ্রাম ম্যানেজার ডা. মো. ইকরামুল হক জানান, চলতি বছর ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের মধ্যে ১০ জনের বয়স ১-১৮ বছরের মধ্যে। অন্যদের মধ্যে ১৯-৩০ বছর বয়সের ৯, ৩১-৪০ বছরের আট, ৪১-৫০ বছরের পাঁচ এবং ৫০-৮০ বছরের আটজন রয়েছে।
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০-এ। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪৬ জন। গতকাল সরকারি ছুটি হওয়ায় বেশির ভাগ হাসপাতাল ডেঙ্গু রিপোর্ট দেয়নি বলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ ছাড়া নতুন রোগীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৩৮২ জন।
এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে এক হাজার ৭৩ জন এবং ঢাকার বাইরে ৩০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৩৯-এ। এর মধ্যে ঢাকায় চার হাজার ৯৩৫ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪০৪ জন।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর কমপ্লিকেটেড ডেঙ্গু অথবা এক্সটেন্ডেড ডেঙ্গু সিনড্রোম নিয়ে রোগী বেশি আসছে। চিকিৎসকের ভাষায়, ডেঙ্গুর চার ধরনের মধ্যে প্রথমবার কোনো রোগী ডেন-১ ধরনে আক্রান্ত হলে পরবর্তী সময়ে সে যদি ডেন-২ বা ডেন-৩-এ আক্রান্ত হয় তাহলে সেটিকে কমপ্লিকেটেড ডেঙ্গু অথবা এক্সটেন্ডেড ডেঙ্গু সিনড্রোম বলা হয়।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক তাহমিনা শিরিন জানান, এবার ডেন-২ ও ডেন-৩-এ বেশি আক্রান্ত হচ্ছে। ফলে সমস্যা বাড়ছে। তিনি বলেন, আগের আক্রান্ত রোগী যদি ডেঙ্গুর নতুন কোনো ধরনে আক্রান্ত হয় তখন নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। যেমন—প্রথমবার রোগী যদি ডেন-১-এ আক্রান্ত হয়ে পরবর্তী সময়ে আবারও ডেন-২ বা ডেন-৩-এ আক্রান্ত হয় তখন জটিলতা তৈরি হয়। এ ধরনের কমপ্লিকেটেড ডেঙ্গুতে রোগীর সুস্থ হতে সময় লাগে। হাসপাতালে ভর্তি থাকছে পাঁচ থেকে সাত দিন।