The news is by your side.

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ৮২০ রোগী ভর্তি, মৃত্যু ২

0 137

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগী ভর্তি হয়েছেন ৮২০ জন এবং এ সময়ে  মারা গেছেন ২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৬৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০৩ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২১৭ জন।

অধিদফতরের তথ্যমতে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫০২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ৭৭৩ জন, আর  বাকি ৭২৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১২ হাজার ১১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৫৪৯ জন।

২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.