The news is by your side.

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৬ মৃত্যু, হাসপাতালে ২৪১৮ রোগী

0 249

 

দেশে ডেঙ্গুতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৬২ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫৬ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে সারা দেশে ৭ হাজার ৯২৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৪৬ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৩ হাজার ২৮১ জন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২০১ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৭ হাজার ৬৬৮ জন। ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২ হাজার ৩৪৯ জন ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৩৯ জন।

Leave A Reply

Your email address will not be published.