The news is by your side.

ডিরেক্টরস গিল্ড আমাকে নিষিদ্ধ করার কে?  রুকাইয়া জাহান চমক

0 140

 

শুটিং সেটে অসদাচরণ, নির্মাতার বিরুদ্ধে হুমকি এবং সহশিল্পীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ডিরেক্টরস গিল্ড। তাদের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা জানিয়েছেন আরও ছয় সংগঠন।

সংগঠনের এমন সিদ্ধান্ত মানতে নারাজ অভিনেত্রী। চমকের কথায়, ‘ডিরেক্টরস গিল্ড আমাকে নিষিদ্ধ করার কে! তারা তো আদালত না যে খুশিমত রায় দিয়ে দেবেন। তাদের এমন সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গে আছে। তারা ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।’

চমক গণমাধ্যমে বলেন, ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছে। ডিরেক্টরস গিল্ডে ক’জন? তারাই তো সব না, ডিরেক্টরস গিল্ডে যারা আছেন তারা তো নিয়মিত নাটকই নির্মাণ করেন না। যাদের সঙ্গে কাজ করার, তাদের সঙ্গে আমি কাজ করছি, সামনেও করব।’

শুটিং সেটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় উত্তাল শোবিজ পাড়া। অভিনেত্রী চমক সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে যৌন হয়রানি এবং নির্মাতার বিরুদ্ধে হুমকির অভিযোগ আনেন। এরপর সে বিষয় নিয়ে গেল ১৩ আগস্ট বিষয়টি নিয়ে সমাধানের টেবিলে বসে নাটকের তিন অভিভাবক সংগঠন- টেলিভিশন প্রগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ।

সভায় চমকের আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং ক্ষতিপূরণ হিসেবে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়। কিন্তু এমন বিচারে নাখোশ নির্মাতারা। আর সে কারণে আজ সোমবার ডিরেক্টরস গিল্ড এক সংবাদ সম্মেলনে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.