The news is by your side.

ডিম-আলু-পেঁয়াজের দাম নির্ধারণ করলো সরকার

0 164

প্রথমবারের মতো ৩ কৃষি পণ্যের দাম নির্ধারন করে দিয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিম, আলু ও পেঁয়াজ।

প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রি হবে। সেই সঙ্গে দাম নিয়ন্ত্রণে ডিম আমদানিও করা হবে।

আজ বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী  টিপু  মুনশি  সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী এ সময় ডিমসহ মোট পাঁচ পণ্যের নতুন মূল‍্য ঘোষণা করেন। তিনি বলেন, নতুন মূল‍্য অনুযায়ী প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প‍্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা এবং প্রতি কেজি পামওয়েল বিক্রি হবে ১২৪ টাকায়।

পণ্যের দাম যাচাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বিকেল থেকেই অভিযানে নামবে ।

Leave A Reply

Your email address will not be published.