The news is by your side.

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0 143

 

ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় তাদের মধ্যে আলোচনা হয়। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাতের মধ্য দিয়ে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডিএমপি সূত্র জানায়, চলমান রাজনীতির বিভিন্ন ইস্যুতে পুলিশ কীভাবে কাজ করেছে। আগামীতে কীভাবে কাজ করবে এমন বিষয়ও তাদের আলোচনায় উঠে আসে। তবে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে ডিএমপি থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.