The news is by your side.

ডা. জাফরুল্লাহ ছিলেন নির্ভীক এবং স্পষ্টবাদী মানুষ : মির্জা ফখরুল

0 111

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অসাধারণ সাহসী, সৎ, দেশপ্রেমিক, নির্ভীক এবং স্পষ্টবাদী মানুষ। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য হাসপাতাল, ওষুধ সবকিছুই ছিল তার বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন। তিনি স্বাস্থ্যনীতি করতে চেয়েছিলেন। কিন্তু সেটি পারেননি। ওটা করতে পারলে বাংলাদেশের সব মানুষই স্বাস্থ্যসেবা পেত। দেশ ও মানুষের জন্য কথা বলতে তিনি কখনও পিছপা হতেন না। দেশটাকে সত্যিকার অর্থে জনগণের কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করার জন্য তিনি সারাটা জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। তার চলে যাওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হলো। তার শূন্য স্থান আর কখনও পূরণ হওয়ার নয়। তার প্রতি আমরা শ্রদ্ধা ও স্যালুট জানাচ্ছি।

 

 

Leave A Reply

Your email address will not be published.