The news is by your side.

ট্রোলিং করতে থাকুন, আমি তাঁদের পাত্তা দিই না:  বিপাশা বসু

0 58

 

গত নভেম্বর মাসে কন্যাসন্তানের মা হয়েছেন বিপাশা বসু। কন্যার নাম রেখেছেন দেবী। তবে মা হওয়ার পরেও অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। নেপথ্যে ছিল তাঁর ওজন বৃদ্ধি।

একটি সংবাদমাধ্যমে মাতৃত্ব প্রসঙ্গে সাক্ষাৎকার দেন বিপাশা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার। বিপাশা বলেন, ‘‘যাঁরা আমাকে ট্রোল করেন, তাঁদের বলতে চাই, ট্রোলিং করতে থাকুন। কারণ আমি তাঁদের পাত্তা দিই না।’’ এই প্রসঙ্গে কর্ণের উত্তর, ‘‘যত ক্ষণ তাঁরা দেখছেন, তত ক্ষণ ঠিকই আছে।’’

মাতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিপাশা তাঁর মনের কথা ব্যক্ত করেন। অভিনেত্রী বলেন, ‘‘দেবী আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি বাড়ির বাইরে থাকলেও ওর জন্যই দ্রুত ফিরতে চাই। আমার জীবনটাই এখন ওকে কেন্দ্র করে আবর্তিত হয়।’’ এরই সঙ্গে বিপাশা জানান, জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেবীর পর নিজেকে রেখেছেন তিনি। আর তৃতীয় স্থানে রেখেছেন স্বামীকে। কর্ণ মজা করে বলেন, ‘‘আমি তো একজন ভৃত্য। আগে আমার এক জন মনিব ছিল। এখন দু’জন মনিব।’’

সমাজমাধ্যমের পাতায় মেয়ের এক অসুখের কথা জানান বিপাশা। অভিনেত্রী জানান, দেবীর জন্মের তিন দিন পরে তার হৃদ্‌যন্ত্রে দু’টি ছিদ্র ধরা পড়ে। জন্মের পর থেকেই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তথা ভিএসডি-তে ভুগছিল সে। মেয়ের এই অসুস্থতার কথা জানার পরেই ভেঙে পড়েন বিপাশা ও কর্ণ।

বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছিল দেবীর। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে কথা বলাকালীনই এই ঘটনার কথা জানান বিপাশা।

 

 

Leave A Reply

Your email address will not be published.