The news is by your side.

ট্রেন্ডে গা ভাসিয়ে দীপিকার মতোই বেশরম অঞ্জলি আরোরা!

0 151

সোশ্যাল মিডিয়ার দৌলতে  রাতারাতি স্টার হয়ে যান সাধারণ মানুষ। ভাইরাল গান কাচা বাদাম এ ভিডিও বানিয়ে রাতারাতি সুপারস্টার হয়েছিলেন অঞ্জলি আরোরা।

তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি কঙ্গনা রাণাউতের রিয়েলিটি শো লকআপে প্রতিযোগী হওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে সর্বদা সোশ্যাল মিডিয়ার লাইমলাইটেই থাকেন এই রিল অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন এই অঞ্জলি আরোরা। প্রায় প্রতিদিন তিনি বিভিন্ন ধরনের ফটোশুটের ছবি এবং রিল ভিডিও পোস্ট করে থাকেন।

বর্তমানে বোল্ড এবং সাহসী লুকে পুরুষ নেটজনতাদের ঘায়েল করছেন এই রিল অভিনেত্রী। সম্প্রতি ট্রেন্ডে গা ভাসিয়ে অঞ্জলি আরোরা, দীপিকা পাডুকোনের জনপ্রিয় বেসরম রং গানে নাচ করে ভিডিও বানিয়েছেন।

এই ভিডিওতে অঞ্জলি আরোরা একটি শর্ট টপ এবং শর্টস পরে দীপিকার মতোই নাচের স্টেপ করে সকলকে অবাক

করে দিয়েছেন। এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.