The news is by your side.

ট্রেনে চড়ে বিয়েবাড়িতে নোরা ফাতেহি

0 11

প্রথমবার ট্রেন সফর করলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।

অভিনেত্রী সাধারণত দামি গাড়ি কিংবা বিমানে সফর করেন। তবে এবার গন্তব্যে পৌঁছাতে ট্রেনে চড়লেন নোরা ফতেহি। অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা।

নোরা সবসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। নিজের খবর জানাতে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন অভিনেত্রী। তবে নোরার পোস্ট দেখে জানা গেছে, এ মুহূর্তে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন তিনি। নোরার টিমের এক সদস্যের বিয়ে হচ্ছে। মহারাষ্ট্রের রত্নগিরি শহরে বিয়ের অনুষ্ঠান। কোনো গাড়ি নয়, ট্রেনে চড়ে সেখানে হাজির হয়েছেন নোরা ফাতেহি।

দলের সদস্যের বিয়েতে গিয়েই ফিরে আসেননি অভিনেত্রী। সেখানে থেকে সব অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সংগীত থেকে শুরু করে গায়েহলুদের অনুষ্ঠানের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন নোরা। সেই বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীকে নাচতেও দেখা গেছে। হলুদ শাড়িতে সেজে হবু বরকে হলুদ মাখিয়ে দিয়েছেন নোরা। দুই পরিবারের সদস্যদের সঙ্গে খোশগল্পে মেতেছেন তিনি।

গত আট বছর ধরে অনুপ নামের ওই সদস্য অভিনেত্রীর ছবি ও ভিডিও তোলার কাজ করেন। নিজের দলকে নোরা পরিবারের মতোই মনে করেন। তাই অনুপের বিয়েতে শুরু থেকেই তিনি উপস্থিত ছিলেন। নোরার এই পদক্ষেপ অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। তাদের একাংশের মতে, সারা বছর যারা একজন তারকার জন্য পরিশ্রম করেন, তাদের পাশেও তারকাদের এভাবেই দাঁড়ানো উচিত।

আগামী বছর নোরার বেশ কয়েকটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে আসার কথা রয়েছে। পাশাপাশি অভিষেক বচ্চন অভিনীত একটি ছবিতেও অভিনয় করছেন নোরা ফাতেহি।

 

Leave A Reply

Your email address will not be published.