The news is by your side.

ট্রাম্পের নতুন অডিও টেপ ফাঁস

0 192

২০২১ সালের জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি অডিও রেকর্ড সংবাদমাধ্যম সিএনএনের হাতে পৌঁছেছে। ওই কথোপকথনে ট্রাম্প বলেছেন, তার কাছে রাষ্ট্রীয় গোপন নথি আছে যা তিনি মহাফেজখানায় জমা দেননি।

অডিওতে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, তিনি ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে পেন্টাগনের একটি নথি নিজের কাছে রেখেছেন।

রেকর্ডিংটি প্রথম সিএনএনের ‘অ্যান্ডারসন কুপার ৩৬০’ পোগ্রামে সম্প্রচারিত হয়েছিল। কথোপকথনের নতুন এই তথ্যপ্রমাণ বিচার বিভাগীয় তদন্ত কর্মকর্তা জ্যাক স্মিথের কাজে আসবে।

অডিও কথোপকথনে ট্রাম্প বলেন, ‘এগুলো কাগজপত্র’। সেখানে তিনি পেন্টাগনের হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন।

দুই মিনিটের ওই অডিও রেকর্ডিংয়ে ট্রাম্প ও তার সহযোগীকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইলের বিষয় নিয়ে রসিকতা করতে শোনা যায়।

কথোপকথনে ট্রাম্পকে বলতে শোনা যায়, নথিটি ছিল ‘গোপন তথ্য’।

ট্রাম্পের সহযোগী বলছেন, ‘হিলারি সবসময় এটা প্রিন্ট করতেন, আপনি জানেন। তার ব্যক্তিগত ইমেল।’

উত্তরে ট্রাম্প বলেন, ‘না, তিনি এটি অ্যান্টনি ওয়েনারের কাছে পাঠাবেন’।

Leave A Reply

Your email address will not be published.