দু’বছর কোভিড থাবায় কেউ-ই সেভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেননি, এবার সকলেই তাই সেই আনন্দ পুষিয়ে নিতে চান, এবার পুজোর আনন্দ চেটেপুটে নিতে চান অভিনেত্রী কোয়েল মল্লিক। পুজো শুরু হতেই তিনি হাজির ভবানীপুরে, নিজের পৈত্রিক বাড়িতে।
মল্লিকবাড়িতে পুজোর ট্রাডিশনাল সাজে দেখা গেল কোয়েল মল্লিককে। হলুদরঙা গর্জাস শাড়ি, রানি রঙের ব্লাউজের সঙ্গে মানানসই সোনার গয়নায় সেজেছিলেন কোয়েল। পোশাকের সঙ্গে মিলিয়ে করেছিলেন চোখের মেকআপ, ঠোঁট রাঙিয়েছিলেন হালকা রঙের লিপস্টিকে আর কপালে ছিল ছোট্ট একটা টিপ। এমনই একগুচ্ছ ছবি পোস্ট করে জানিয়েছেন মহাষষ্ঠীর শুভেচ্ছা।
পুজোর দিন সকালে স্বামী নিসপাল সিং রানের সঙ্গে দেখা গেল কোয়েলকে। নিসপাল সিং রানে পরেছিলেন সাদা রঙের ট্রাডিশনাল পাঞ্জাবী।
মা দীপা মল্লিকের সঙ্গে কোয়েল, কখনও পুজো মণ্ডপে বসে মায়ের শাড়ি ও গয়না ঠিক করতে দেখা গেল অভিনেত্রীকে। দীপা মল্লিকও পরেছিলেন ট্রাডিশনাল গর্জাস শাড়ি, সঙ্গে মানানসই গয়না।
অভিনেতা বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা গেল কোয়েলকে। বাড়ির উঠানে বসে কখনও আবার বাবার চুল ঠিক করতে দেখা গেল কোয়েলকে।
কখনও আবার বাবা, মা, স্বামী সহ গোটা পরিবারের সঙ্গে মল্লিকবাড়ির প্রাঙ্গনে বসে ছবি তুলতে দেখা গেল কোয়েলকে। দেখা গেল না শুধু ছোট্ট কবীরকে।