ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন মুমিনুল।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন মুমিনুল নিজেই।
মুমিনুল জানান, তিনি অধিনায়কত্ব আর করতে চান না। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরেই দাঁড়ালেন অবশেষে।
তবে নতুন করে অধিনায়কত্বের আর্মব্র্যান্ড কে পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, এ ব্যাপারে আমি কাউকে সাজেস্ট করিনি।
নিজেদের মাঠে শ্রীলংকার বিপক্ষে খারাপ পারফরম্যান্স এবং নিজের ব্যাটিং ব্যর্থতা স্বীকার করে টিমের বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিলেন টিম বাংলাদেশের এই সফল ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের দায়িত্ব তাহলে কি সাকিবের কাঁধেই তুলে দিচ্ছেন নাজমুল হাসান পাপন? বিষয়টি নিয়ে এখনও গণমাধ্যমকে কিছু জানাননি বোর্ড সভাপতি।
নির্ভরযোগ্য সূত্রের খবর, বিসিবি অনুরোধ করলে সাকিব আল হাসান বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব নিতে পারেন। তবে এই বিষয়ে বিশ্বসেরা অলরাউন্ডার এখনো পর্যন্ত কোন কিছু জানান নি।
বিসিবির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে শিগগিরই।