বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন বন্ধ্যাত্ব সমস্যা নিরসনে IVF চিকিৎসা / টেস্টটিউব পদ্ধতি সকলের কাছে সহজলভ্য করে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি।
আজ বিএসএমএমইউ অডিটরিয়ামে বন্ধ্যাত্ব চিকিৎসায় গত ২৫ অক্টোবর সফলভাবে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিপ্রডাক্টিভ এন্ডোক্রাইনলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানু। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কোষাধ্যক্ষসহ অন্যান্য অনুষদের বিশেষজ্ঞ চিকিৎসকগন উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন বেশিরভাগ মানুষেরই টেস্টটিউব পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারনা নেই। এই অজ্ঞতা আর সচেতনতার অভাবে অনেকেই চিরতরে হারিয়ে ফেলছেন প্রজনন ক্ষমতা। বন্ধ্যাত্ব চিকিৎসায় শতকরা ৫-১০% রোগিদের IVF বা টেস্টটিউব পদ্ধতির প্রয়োজন হয় উল্লেখ করে তিনি বলেন সঠিক সময়ে চিকিৎসা গ্রহন করলে বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এসময় সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারি পর্যায়ে এই সেবা রোগিদের কাছে সহজলভ্য করার প্রয়াস ব্যাক্ত করেন তিনি।