The news is by your side.

টেলর সুইফ্টের রাতজাগা নতুন অ্যালবাম- মিড নাইট

হৃদয় ভাঙার পর নতুন গান বাঁধেন টেলর

0 211

 

১৩টি বিনিদ্র রাত কাটিয়ে নতুন সৃষ্টি নিয়ে হাজির হচ্ছেন আমেরিকার পপ সঙ্গীত তারকা টেলর সুইফ্ট। আসছে নতুন অ্যালবাম, যার নাম ‘মিড নাইট’।

রবিবার এক পুরস্কার অনুষ্ঠানে এসে সে কথাই ঘোষণা করলেন ‘ব্ল্যাঙ্ক স্পেস’-এর গায়িকা। অ্যালবামের নাম তিনি নিজমুখে জানাননি। ইঙ্গিত দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক। তাঁদের উল্লাসে গায়িকার রিনিরিনি কণ্ঠস্বর চাপা পড়ে যাওয়ার উপক্রম। সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে সেরার পুরস্কার হাতে মঞ্চ ছাড়েন টেলর।

এ দিন তাঁর পরনে ছিল হিরেখচিত পোশাক। ঠোঁটে তাঁর সিগনেচার স্টাইলে গাঢ় লাল লিপস্টিক। ৩২ বছরের গায়িকাকে দেখাচ্ছিল ঈশ্বরীর মতো। তবে তাঁর উপর দিয়ে কি আবারও অনেক ঝড় বয়ে গেল? ভাবছেন অনুরাগীরা।

প্রতি বার হৃদয় ভাঙার পরই নতুন গান বাঁধেন টেলর। আর এ বার তো নিজেই বললেন, ‘১৩টি বিনিদ্র রাত শেষে এই ফসল।’

Leave A Reply

Your email address will not be published.