The news is by your side.

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

0 388

 

গোপালগঞ্জে মুজিববর্ষের সমাপনীতে ‘টুঙ্গিপাড়ায় হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গোটা জাতির পক্ষ থেকে স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুর প্রতি ১০২ তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন জানা গেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৭ মার্চের পর প্রথমবারের মতো সশরীরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন।

 

Leave A Reply

Your email address will not be published.